ট্রেডিং কর্পোরেশন বাংলাদেশ(টিসিবি)র পন্য দুপচাঁচিয়া উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার নির্দেশে ডিলারের মাধ্যমে বিক্রয় করা হয়েছে। ২৪ফেব্রুয়ারি বৃহস্পতিবার বিকালে দুপচাঁচিয়া সিও অফিস বাসস্ট্যান্ড এলাকায় তিতুমীর ট্রেডার্স এর মাধ্যমে নায্যমূল্যে এ পন্য বিক্রয় করা হয়।
এসময় উপস্থিত ছিলেন ডিলার আব্দুর রাজ্জাক, তিতুমীর ট্রেডার্সের পরিচালক মেহেদী হাসান সজল। এদিন নিম্ন আয়ের মানুষ সহ সব শ্রেণির মানুষের জন্য প্রতি লিটার তেল ১১০টাকা, ৬৫টাকা কেজি ডাল, ৫৫টাকা কেজি চিনি ও ৩০টাকা কেজি পেঁয়াজ বিক্রয় করা হয়। টিসিবি পন্য কিনতে ক্রেতারা দীর্ঘ লাইন ধরে দাঁড়িয়ে ছিল।
ডিলার আব্দুর রাজ্জাক বলেন, যে পরিমান বরাদ্দ পাওয়া যায় তার চেয়ে গ্রাহক অনেক বেশি। তাই বরাদ্দের পরিমান বেড়ে দিলে সাধারণ মানুষ আরও উপকৃত হতো।
Posted ৭:৩৯ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২৪ ফেব্রুয়ারি ২০২২
Alokito Bogura। Online Newspaper | Alokito Bogura