বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার তালোড়ায় নর্থবেঙ্গল জুটমিলে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। ৩০শে জানোয়ারি রোববার বিকেল ৩টার দিকে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের বগুড়ার ১টি, কাহালুর ২টি, দুপচাঁচিয়ার ১টি ও আদমদীঘির ১টি মোট ৫টি ইউনিট প্রায় ৩ঘণ্টা প্রচেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রন আনেন।
জুটমিলের মালিক সুভাষ প্রসাদ কানু মুঠোফোনে জানান, মিলে মেশিনে কাজ চলছিল। হঠাৎ করেই আগুনের সূত্রপাত হয়। আগুন দেখে শ্রমিকরা চিৎকার করতে করতে মিল থেকে বেড়িয়ে আসে। এসময় আশপাশের লোকজন আগুন নেভানোর প্রাথমিক চেষ্টা করেন ও ফায়ার সার্ভিসকে খবর দেয়। মিলে দ্রুত আগুন ছড়িয়ে পড়ায় সুতলী তৈরির পাট সহ অন্যান্য সরঞ্জাদিতে আগুন লেগে তীব্রতা বেড়ে যায়।
ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট প্রায় ৩ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনেন। ততক্ষণে মিলের ভিতরে থাকা পাট সহ অন্যান্য সরঞ্জাদি পুড়ে যায়। এতে প্রায় ৪০লাখ টাকার ক্ষতি হয়েছে বলে তিনি দাবী করেছেন। এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
বগুড়া ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স এর উপসহকারী পরিচালক একেএম আব্দুল মালেক মুঠোফোনে বলেন, আগুন লাগার খবর পেয়ে ৫টি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌছে মিলের আগুন নিয়ন্ত্রন আনার চেষ্টা করেন এবং পার্শ্বে অবস্থিত পাটের গুদামে আগুন যেন ছড়িয়ে যেতে না পারে সে দিকে আমরা লক্ষ্য রেখে আগুন সম্পূর্ণ নেভানোর চেষ্টা চালাচ্ছি।
কি কারণে আগুন লেগেছে এবং ক্ষয়ক্ষতি পরিমাণ কত তা এ মুহুর্তে বলা সম্ভব নয়। পরবর্তীতে তদন্ত করে এর প্রকৃত কারণ ও ক্ষতির পরিমান জানানো যাবে। তবে আমাদের প্রাথমিক ধারণা ১০ থেকে ১৫লক্ষ টাকার ক্ষতি হতে পারে।
Posted ৮:৩৩ অপরাহ্ণ | রবিবার, ৩০ জানুয়ারি ২০২২
Alokito Bogura। Online Newspaper | MTi SHOPON MAHMUD