বাংলাদেশ ছাত্রলীগের ৭৪তম প্রতিষ্ঠা বার্ষিকী দুপচাঁচিয়া উপজেলা শাখা আলোচনা সভা ও কেক কাটার মধ্যে দিয়ে পালন করেছে।এ উপলক্ষে ৪ই জানোয়ারি মঙ্গলবার বিকেলে দলীয় কার্যালয়ে দুপচাঁচিয়া উপজেলা ছাত্রলীগের নবনির্বাচিত সভাপতি মনিরুল ইসলাম মুন্নার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নূর ইসলামের পরিচালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তব্য রাখেন উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি আব্দুস সবুর খন্দকার, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এসএম আসলাম, সাধারণ সম্পাদক শাকিল খান, আ’লীগ নেতা মাহবুবুর রহমান বাবু, মামুনুর রশিদ মামুন। এসময় উপস্থিত ছিলেন ছাত্রলীগ নেতা সিয়াম তালুকদার, সিহাব হোসেন, রিফাত হোসেন, নাফি, সোহাগ হোসেন, মাহবুর রহমান, আরাফাত হোসেন, মিজান, রুবেল, মাসুদ সহ উপজেলা ছাত্রলীগের বিভিন্ন ইউনিটের নেতাকর্মী। পরে ৭৪তম প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটা হয়।
#
Posted ৮:৫৩ অপরাহ্ণ | মঙ্গলবার, ০৪ জানুয়ারি ২০২২
Alokito Bogura। Online Newspaper | MTi SHOPON MAHMUD