গোপন সংবাদের ভিত্তিতে দুপচাঁচিয়া থানার এসআই শাহজাহান আলী সঙ্গীয় অফিসার ও ফোর্স নিয়ে গত ২৫ডিসেম্বর রোববার রাতে অভিযান চালিয়ে উপজেলার সাহারপুকুর বাজার এলাকায় নাসিম অটোজ নামের একটি মোটরসাইকেল মেকানিকের দোকান থেকে চুরি যাওয়া মোটরসাইকেল উদ্ধার সহ চুরির সঙ্গে জড়িত দুইজন চোরকে গ্রেপ্তার করেছে।
গ্রেপ্তারকৃতরা হলেন উপজেলার আমষট্ট গ্রামের জসিম উদ্দিনের ছেলে মোটরসাইকেল মেকানিক ওয়াহেদুর রহমান টুটুল(৪৩) ও কইল উত্তর পাড়ার আজিজুল সাখিদারের ছেলে মেহেদী হাসান ওরফে আকাশ(১৯)। পরে তাদের স্বীকারোক্তি মোতাবেক পুলিশ এ চুরির ঘটনার সঙ্গে জড়িত আরও চারজনের মধ্যে উপজেলার কইল চক পাড়ার মৃত আবুল হোসেনের ছেলে শাহীনুর ইসলাম(৩৩) ও দুপচাঁচিয়া পৌর এলাকার ধোকরকোলা মহল্লার মোবারক আলীর ছেলে ফয়সাল(২৪)কে গ্রেপ্তার করে। পলাতক অপর দুইজনকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
প্রসঙ্গতঃ চলতি বছরের ৪অক্টোবর উপজেলা সদরের সাবরেজিষ্ট্রি অফিস এলাকার এনজিও বিজ অফিসের ভিতর হতে গ্রীল কেটে চোরেরা মোটরসাইকেল(বাজার ডিসকোভার ১১০সিসি গাইবান্ধা-হ-১৩-৪৪৭৩) চুরি করে নিয়ে যায়। এ ঘটনায় গত ৫অক্টোবর বিজ অফিস এর শাখা ব্যবস্থাপক হাবিবুর রহমান দুপচাঁচিয়া থানায় একটি সাধারণ ডায়েরী করেন।
দুপচাঁচিয়া থানার অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ জানান, গ্রেপ্তারকৃরা মোটরসাইকেল চোর সিন্ডিকেটের সক্রিয় সদস্য। গ্রেপ্তারকৃতদের আদালতে সোপর্দ করে রিমান্ডের আবেদন করা হবে। রিমান্ড মঞ্জুর হলে তাদেরকে জিজ্ঞাসাবাদ করে সিন্ডিকেটের অন্যান্য সক্রিয় সদস্যদের গ্রেপ্তারের আওতায় আনা হবে।
Posted ৬:১৮ অপরাহ্ণ | সোমবার, ২৬ ডিসেম্বর ২০২২
Alokito Bogura। আলোকিত বগুড়া | Dupchanchia Correspondent