ভরা মৌসুমে চালের বাজার উর্দ্ধমুখী হওয়ায় খাদ্য মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী অনুমতির অতিরিক্ত চাল মজুদকারীদের বিরুদ্ধে অভিযানের অংশ হিসাবে ১লা জুন বুধবার দুপুরে দুপচাঁচিয়া উপজেলায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ বগুড়া ও দুপচাঁচিয়া উপজেলা প্রশাসনের পক্ষ থেকে যৌথ অভিযান পরিচালনা করা হয়েছে।
যৌথ অভিযান পরিচালনায় সময় অনুমতির অতিরিক্ত চাল মজুদ করায় উপজেলা সদরের তেলীগাড়ী এলাকায় মেসার্স আরাফাত রাইচ মিলের ৭০হাজার টাকা এবং উপজেলার সাহারপুকুরে মেসার্স মন্ডল চাউল কলের ২০হাজার টাকা ভ্রাম্যমান আদালতের মাধ্যমে জরিমানা আদায় করেছেন।
এসময় উপস্থিত ছিলেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ বগুড়ার সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভী, দুপচাঁচিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুমন জিহাদী, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক অরুণ কুমার প্রামানিক, থানার এসআই এরশাদ আলী ও সঙ্গীয় ফোর্স, খাদ্য পরিদর্শক মোজাম্মেল হক প্রমুখ।
অভিযান পরিচালনাকারী কর্মকর্তারা হুসিয়ারি উচ্চারণ করে বলেন, ধান-চাল মজুদকারীদের বিরুদ্ধে এ অভিযান অব্যাহত থাকবে।
Posted ৮:৩৮ অপরাহ্ণ | বুধবার, ০১ জুন ২০২২
Alokito Bogura || আলোকিত বগুড়া | MTi SHOPON MAHMUD