দুপচাঁচিয়া উপজেলা চাউলকল মালিক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচনে কোষাধ্যক্ষ পদে প্রগতি সংঘ ধোকরকোলা এর উপদেষ্টা ও সাবেক সভাপতি আলহাজ্ব গোলাম রব্বানী নির্বাচিত হওয়ায় সংঘের পক্ষ হতে তাঁকে সংবর্ধনা দেওয়া হয়েছে।
এ উপলক্ষে গত ২ জানুয়ারি সন্ধ্যায় সংঘের কার্যালয়ে ভারপ্রাপ্ত সভাপতি সুজা সাখিদার এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এম ডি শিমুলের পরিচালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বক্তব্য রাখেন সংবর্ধিত অতিথি গোলাম রব্বানী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সংঘের উপদেষ্টা আলহাজ্ব গোলাম মোস্তফা, ফারুক আহমেদ চঞ্চল।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন অনলাইন প্রেসক্লাবের সভাপতি রফিকুল ইসলাম, সংঘের সাবেক সভাপতি ও উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবু কালাম আজাদ, সংঘের যুগ্ম সম্পাদক জহুরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আহাদ আলী রতন, দপ্তর সম্পাদক রেজাউল করিম জুয়েল, ক্রীড়া সম্পাদক কবির আহমেদ সাবু, প্রচার সম্পাদক রেজাউল ইসলাম রনি, সম্মানিত সদস্য মঈন খান।
এসময় উপস্থিত ছিলেন ধোকরকোলা গ্রামের বিশিষ্ট ব্যবসায়ী আমিনুল ইসলাম বাবু, ফাইজুল ইসলাম, রুকুনুজ্জামান রোকন, আবু কালাম, লিটন প্রামানিক সহ সংঘের সকল সদস্যবৃন্দ। শেষে সংবর্ধিত অতিথির হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন সংঘের ভারপ্রাপ্ত সভাপতি ও অতিথি বৃন্দ।
Posted ৮:০৪ অপরাহ্ণ | সোমবার, ০৩ জানুয়ারি ২০২২
Alokito Bogura। Online Newspaper | Alokito Bogura