দুপচাঁচিয়া উপজেলার তালোড়ার চকশোলা টাইগার ক্লাবের আয়োজনে মহান বিজয় দিবসের সুবর্ণ জয়ন্তী ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী পালন উপলক্ষে বীর মুক্তিযোদ্ধা ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা এবং অতিথিদের সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে।
এ উপলক্ষে বৃহস্পতিবার সন্ধ্যায় ক্লাব চত্বরে তালোড়া ইউপি চেয়াম্যান আলহাজ্ব মেহেরুল ইসলামের সভাপতিত্বে ও ক্লাবের সভাপতি খন্দকার সালাহ উদ্দীন আহম্মেদ এবং সাধারণ সম্পাদক মজিবর রহমানের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব ফজলুল হক।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন থানার ওসি হাসান আলী, বীর মুক্তিযোদ্ধা ও বাংলাদেশ ব্যাংক বগুড়ার জয়েন্ট ম্যানেজার (অবঃ) ওসমান আলী কবিরাজ, ডাঃ এস এ মোকতাদ রাজু, ইউপি সদস্য আব্দুল হান্নান খন্দকার, জেসমিন আক্তার লতা, আব্দুল কুদ্দুছ মন্ডল।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা আক্কাছ আলী, বীর মুক্তিযোদ্ধা তারাপদ সরকার, বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন প্রমুখ।
Posted ৬:০০ অপরাহ্ণ | শুক্রবার, ১৭ ডিসেম্বর ২০২১
Alokito Bogura। Online Newspaper | MTi SHOPON MAHMUD