বগুড়ার দুপচাঁচিয়ায় গভীর নলকূপের ডেলিভারী পাইপের ভিতর আটকে ২৯শে জানোয়ারি শনিবার দুপুরে রেহেনা খাতুন রেইন(১২) নামের এক কিশোরীর মৃত্যু হয়েছে। নিহত রেইন উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের আলতাফনগর বাজার এলাকার রেজাউল করিমের মেয়ে।
এলাকাবাসী সূত্রে জানা যায়, ঘটনারদিন সকালে কোনো এক সময় বাড়ির পার্শ্বে মহুয়াকুড়ি এলাকায় অবস্থিত গভীর নলকূপের পাইপের ভিতর রেইন ঢুকে আটকে পড়ে। পরিবারের লোকজন তাকে খোঁজ করে দেখতে পায় যে, সে পাইপের মধ্যে আটকে রয়েছে।
পরে ফায়ার সার্ভিসকে খবর দিলে ফায়ার সার্ভিস এর সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে রেইনের আটকে পড়া স্থান নির্ধারণ করে পাইপ ভেঙ্গে মৃত অবস্থায় তাকে উদ্ধার করে। এ ঘটনায় ওই এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
গোবিন্দপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের ইউপি সদস্য মুনছুর আলী বলেন, নিহত রেইন মানসিক ও শারীরিক প্রতিবন্ধী ছিল। সে হামাগুড়ি দিয়ে চলাফেরা করতো। পরিবারের সকলের অগোচরে সে ওই পাইপের মধ্যে হামাগুড়ি দিয়ে ঢুকে আটকে যায়।
দুপচাচিয়া ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স এর লিডার ময়নুল ইসলাম জানান, রেইন পাইপে আটকে পড়ার খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে পৌছে পাইপ ভেঙ্গে তাকে মৃত অবস্থায় উদ্ধার করি। পরে নিহতের পরিবার সূত্রে জানতে পারি রেইন মানসিক ও শারীরিক প্রতিবন্ধী ছিল।
Posted ৮:৪১ অপরাহ্ণ | শনিবার, ২৯ জানুয়ারি ২০২২
Alokito Bogura। Online Newspaper | MTi SHOPON MAHMUD