ফাইল ছবি। আলোকিত বগুড়া
বগুড়ার দুপচাঁচিয়ায় খাদ্য বান্ধব কর্মসুচীর আওতায় সুলভমূল্যে বিতরণের (বিক্রয় নিষিদ্ধ) ৪বস্তা পুষ্টি চাল কিনে নিয়ে যাবার সময় বুধবার সকালে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক অরুন কুমার প্রামানিক তা আটক করে।
পরে সহকারী কমিশনার(ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেটকে খবর দিলে তিনি ঘটনাস্থলে উপস্থিত হয়ে ওই ৪বস্তা চাল জব্দ করে উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের জিস্মায় দেন। এ সময় ক্রেতা চালের বস্তাগুলো ফেলে দিয়ে পালিয়ে যায়।
উপজেলা খাদ্য নিয়ন্ত্রক অরুন কুমার প্রামানিক জানান, খাদ্য বান্ধব কর্মসূচীর আওতায় দেয়া চাল সঠিকভাবে দেয়া হচ্ছে কি না তা তদারকি করতে যান। এসময় এক ব্যক্তি ওই চাল কিনে নিয়ে যাবার ৪বস্তা চাল জব্দ করা হয়েছে।
Posted ৮:৫৫ অপরাহ্ণ | বুধবার, ১৬ মার্চ ২০২২
Alokito Bogura। আলোকিত বগুড়া | MTi SHOPON MAHMUD