দুপচাঁচিয়া কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর আয়োজনে রবি ২০২১-২২ মৌসুমে কৃষি প্রণোদনার কর্মসূচীর আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে। ১৫অক্টোবর সোমবার সকালে পুরাতন উপজেলা পরিষদ চত্বরে কৃষকদের মাঝে এ বীজ ও সার বিতরণের উদ্বোধন করেন প্রধান অতিথি উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ফজলুল হক প্রামানিক।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাঃ আবু তাহির এর সভাপতিত্বে এ বীজ ও সার বিতরণী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আ’লীগের সভাপতি আমিনুর রহমান, সাধারণ সম্পাদক এমদাদুল হক, উপজেলা প্রকৌশলী রবিউল আলম, উপজেলা কৃষি কর্মকর্তা সাজেদুল আলম, অতিরিক্ত কৃষি কর্মকর্তা মোছাঃ সালমা আকতার, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কামনাশিস সরকার প্রমুখ।
উপজেলার ছ’টি ইউনিয়ন ও দু’টি পৌরসভায় মোট ২হাজার ১’শ ৭০জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে এ বীজ ও সার পর্যায়ক্রমে বিতরণ করা হবে।
Posted ১০:১৬ অপরাহ্ণ | সোমবার, ১৫ নভেম্বর ২০২১
Alokito Bogura। Online Newspaper | Alokito Bogura