কোভিড-১৯ করোনাভাইরাস প্রতিরোধে টিকাদান কর্মসূচীর আনুষ্ঠানিক উদ্বোধন উপলক্ষে দুপচাঁচিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স টিকাদান কেন্দ্রে টিকাদানের উদ্বোধন করা হয়েছে। আজ রোববার সকালে স্বাস্থ্য কমপ্লেক্স টিকাদান কেন্দ্রে উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম জাকির হোসেন নিজে টিকা গ্রহণ করে এ কর্মসূচীর উদ্বোধন করেন।
এসময় উপস্থিত উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব ফজলুল হক, থানার অফিসার ইনচার্জ হাসান আলী, উপজেলা আ’লীগের সভাপতি আমিনুর রহমান, সাধারণ সম্পাদক এমদাদুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক তৌহিদুল হোসেন মহলদার, সাবেক সাংগঠনিক সম্পাদক মহসীন আলী, বীরমুক্তিযোদ্ধা আব্দুল মজিদ, আজিজার রহমান, বেলাল হোসেন, আক্কাছ আলী, ইউপি চেয়ারম্যান শাহ মো. আব্দুল খালেক, উপজেলা প্রেসক্লাবের সভাপতি আঃবঃমঃ আবু আব্দুল্লাহ প্রিন্স সহ স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক, নার্স, স্বাস্থ্য কর্মী এ টিকা গ্রহণ করেন।
নিবন্ধনকৃত ১৮৬জনের মধ্যে এদিন ২০জনকে এ টিকা প্রদান করা হয়। এ উপজেলায় প্রথম চালানে সরবরাহকৃত ৫হাজার ৬’শ ১০ ডোজ টিকা পর্যায়ক্রমে নিবন্ধনের মাধ্যমে প্রদান করা হবে।
Posted ৫:৩৮ অপরাহ্ণ | রবিবার, ০৭ ফেব্রুয়ারি ২০২১
Alokito Bogura। আলোকিত বগুড়া | MTI SHOPON MAHMUD