‘কমিউনিটি পুলিশিং ডে’র মূল মন্ত্র, শান্তি শৃঙ্খলা সর্বত্র’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে দুপচাঁচিয়া উপজেলা কমিউনিটি পুলিশিং ফোরামের আয়োজনে কমিউনিটি পুলিশিং ডে উদযাপিত হয়েছে।
এ উপলক্ষে ২৯অক্টোবর শনিবার সকালে থানা চত্বরে পায়রা ও বেলুন উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। পরে এক বর্ণাঢ্য র্যালি থানা চত্বর থেকে বের হয়ে উপজেলা সদরের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে।
র্যালি শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে থানার অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ এর সভাপতিত্বে ও এসআই সোহেল রানার পরিচালনায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় সম্মানিত অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা কমিউনিটি পুলিশিং ফোরামের সভাপতি আলহাজ্ব ফজলুল হক, উপজেলা নির্বাহী অফিসার সুমন জিহাদী, আদমদীঘি সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার নাজরান রউফ, উপজেলা ভাইস চেয়ারম্যান আহম্মেদুর রহমান বিপ্লব, উপজেলা আ’লীগের সভাপতি আমিনুর রহমান, সাধারণ সম্পাদক এমদাদুল হক, উপজেলা কমিউনিটি পুলিশিং ফোরামের সাধারণ সম্পাদক ও উপজেলা আ’লীগের যুগ্ম সম্পাদক তৌহিদুল হোসেন মহলদার।
আমন্ত্রিত অতিথির বক্তব্য রাখেন বীরমুক্তিযোদ্ধা সুজ্জাত আলী, বীরমুক্তিযোদ্ধা আব্দুল মজিদ, বগুড়া জেলা পরিষদের নবনির্বাচিত সংরক্ষিত সদস্য শামীমা আক্তার মুক্তা, ইউপি চেয়ারম্যান সাখাওয়াত হোসেন মল্লিক, দুপচাঁচিয়া পৌর আ’লীগের সাধারণ সম্পাদক আমিনুর রহমান মহলদার, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অসীম কুমার দাস, অধ্যক্ষ সামছুল হক, পরিবহন শ্রমিক কমিউনিটি পুলিশিং এর সাধারণ সম্পাদক আশরাফ আলী, শিক্ষার্থী নাদিম আহম্মেদ প্রমুখ।
এসময় বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্য, সাংবাদিক, শিক্ষক-শিক্ষার্থী এবং থানা পুলিশের সদস্যগণ উপস্থিত ছিলেন।
Posted ৭:০০ অপরাহ্ণ | শনিবার, ২৯ অক্টোবর ২০২২
Alokito Bogura। আলোকিত বগুড়া | Dupchanchia Correspondent