দুপচাঁচিয়া থানার আয়োজনে পৌরসভা এলাকাকে নিরাপত্তা চাদরে ঢাকার জন্য সিসি ক্যামেরার আওতায় আনতে ২নং ওয়ার্ড এর গন্যমান্য ব্যক্তিবর্গদের নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার সন্ধ্যায় সিও অফিস বাসস্ট্যান্ড কাঁচাবাজার এলাকায় ২নং ওয়ার্ড কাউন্সিলর আকরাম হোসেনের সভাপতিত্বে ও ব্যবসায়ী আবু বক্কর ছিদ্দিক আলম এর পরিচালনায় মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন থানার অফিসার ইনচার্জ হাসান আলী।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা ভাইস ও উপজেলা যুবলীগের সভাপতি চেয়ারম্যান আহম্মেদুর রহমান বিপ্লব, উপজেলা আ’লীগের সভাপতি আমিনুর রহমান, সাধারণ সম্পাদক এমদাদুল হক, যুগ্ম সম্পাদক তৌহিদুল হোসেন মহলদার।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আ’লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মহসীন আলী, এনামুল হক রানা, উপজেলা ইমাম মোয়াজ্জিন সমিতির সভাপতি মাওঃ আজিজুর রহমান, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি দুপচাঁচিয়া উপজেলা সভাপতি বেলাল হোসেন, শিক্ষক রহমত আলী প্রমুখ।
Posted ১০:৫৯ অপরাহ্ণ | শনিবার, ৩১ জুলাই ২০২১
Alokito Bogura। Online Newspaper | MTi SHOPON MAHMUD