দুপচাঁচিয়ায় ওজনে কারচুপির অভিযোগে ৩টি তেলের পাম্পের ৬৫হাজার টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমাণ আদালত।
২৪মার্চ বৃহস্পতিবার দুপুরে উপজেলা সদরের তিষীগাড়ী এলাকার নোমান ফিলিং স্টেশন এর ৫০হাজার, মেইল বাসস্ট্যান্ডে রাজিয়া এন্টারপ্রাইজের ১০হাজার এবং শহরতলায় আলহাজ্ব সোলায়মান ট্রেডার্স এর ৫হাজার টাকা করে এ জরিমানা আদায় করা হয়। ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সহকারী কমিশনার ভূমি আবু সালেহ মোঃ হাসনাত এ অভিযান পরিচালনা করেন।
এসময় উপস্থিত ছিলেন থানার এসআই রাশেদুল ইসলাম, সহকারী কমিশনার ভূমি কার্যালয়ের অফিস সহকারী পেশকার আব্দুর রহমান, প্রসেস সার্ভার হুমায়ুন কবির সহ পুলিশ সদস্যগণ।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট সহকারী কমিশনার ভূমি আবু সালেহ মোঃ হাসনাত জানান, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর ৪৬ ও ৪৭ধারা মোতাবেক তেলের ওজনে কারচুপি করায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালিয়ে এ জরিমানা আদায় করা হয়েছে।
Posted ৯:১৪ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২৪ মার্চ ২০২২
Alokito Bogura। Online Newspaper | MTi SHOPON MAHMUD