বগুড়ার দুপচাঁচিয়ায় মঙ্গলবার সকালে হুমায়ুন কবির(৩২) নামের এক যুবকের অর্ধগলিত বস্তাবন্দী লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। নিহত হুমায়ুন উপজেলার সদর ইউনিয়নের ইসলামপুর খাঁ পাড়ার আব্দুল ওহাব মুন্সির ছেলে। সে অবিবাহিত ছিল।
নিহতের পারিবারিক ও থানা সূত্রে জানা যায়, হুমায়ুন গত ১৮ সেপ্টেম্বর শনিবার বিকেলে বাড়ি থেকে বের হয়ে যায়। রাতে বাড়িতে না ফেরায় সকাল থেকে পরিবারের লোকজন বিভিন্নস্থানে তাঁকে খোঁজাখুজি শুরু করে। এরই এক পর্যায়ে গতকাল মঙ্গলবার সকালে এলাকাবাসী হুমায়ুনের বাড়ির পার্শ্বে ডোবাতে একটি প্লাস্টিকের বস্তা ভেসে থাকতে দেখে। খবর পেয়ে থানার অফিসার ইনচার্জ হাসান আলী সঙ্গীয় ফোর্স সহ ঘটনাস্থলে উপস্থিত হয়ে ভাসমান বস্তা উদ্ধার করে এবং বস্তার ভিতরে থাকা লাশটি হুমায়ুনের বলে তার পরিবারের লোকজন নিশ্চিত করে। পুলিশ নিহতের লাশ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়না তদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল(শজিমেক) কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করেন।
দুপচাঁচিয়া থানার অফিসার ইনচার্জ হাসান আলী বলেন, নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। আইনী প্রক্রিয়া চলছে। মামলা গ্রহণ করে পরবর্তীতে ময়না তদন্তের রিপোর্ট পেলে এ বিষয়ে ব্যবস্থা গ্রহণ করা হবে।
Posted ৬:০৪ অপরাহ্ণ | মঙ্গলবার, ২১ সেপ্টেম্বর ২০২১
Alokito Bogura। Online Newspaper | Alokito Bogura