বগুড়া জেলা শ্রমিকলীগের সদ্য গঠিত আহবায়ক কমিটিকে বিতর্কিত দাবী করে তা বাতিলের দাবীতে প্রতিবাদ সভা করেছে দুপচাঁচিয়া উপজেলা জাতীয় শ্রমিকলীগ।
একক ব্যক্তি সাক্ষরিত এ কমিটি বাতিলের দাবীতে ২৩শে ডিসেম্বর রোববার বিকেলে দুপচাঁচিয়া সিও অফিস বাসস্ট্যান্ড এলাকায় দলীয় কার্যালয়ে উপজেলা জাতীয় শ্রমিকলীগের সিনিয়র সহসভাপতি আবু কালাম আজাদ রাজার সভাপতিত্বে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তব্য রাখেন উপজেলা জাতীয় শ্রমিকলীগের সাধারণ সম্পাদক আশরাফ আলী, সহসভাপতি আব্দুস সালাম, ইনসান আলী, শ্যামল মহন্ত, যুগ্ম সাধারণ সম্পাদক এসএম খান বাদশা, সাংগঠনিক সম্পাদক আব্দুল কুদ্দুস, দুপচাঁচিয়া পৌর শ্রমিকলীগের সভাপতি ওমর ফারুক, সাধারণ সম্পাদক হাসান আলী সরদার, তালোড়া পৌর শ্রমিকলীগের সভাপতি শাহীন প্রাং, সাধারণ সম্পাদক সাগর প্রাং, চামরুল ইউনিয়ন শ্রমিকলীগের সভাপতি এরশাদ আলী, সাধারণ সম্পাদক আবু বক্কর ছিদ্দিক, তালোড়া ইউনিয়ন শ্রমিকলীগের সভাপতি জাহিদ হাসান, সাধারণ সম্পাদক মাহবুব আলম, শ্রমিকলীগ নেতা মঞ্জুরুল ইসলাম, আসাদ, সাগর, মামুন, নয়ন, ফেরদৌস, আশরাফ আলী, সেলিম প্রমুখ।
Posted ৬:৫২ অপরাহ্ণ | রবিবার, ২৩ জানুয়ারি ২০২২
Alokito Bogura। Online Newspaper | Alokito Bogura