দুপচাঁচিয়া উপজেলা ডেকোরেটর মালিক সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান গতকাল শনিবার দুপুরে জাহানারা কামরুজ্জামান কলেজ রোডে অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষে এক আলোচনা সভা সমিতির নবনির্বাচিত সভাপতি মাহবুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বেলাল হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার সুমন জিহাদী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আ’লীগের সভাপতি আমিনুর রহমান, সাধারণ সম্পাদক এমদাদুল হক, যুগ্ম সম্পাদক তৌহিদুল হোসেন মহলদার, থানার এসআই শাহজাহান আলী, ইউপি চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন, নূর মোহাম্মাদ আবু তাহের, উপজেলা প্রেসক্লাবের সভাপতি আঃবঃমঃ আবু আব্দুল্লাহ প্রিন্স।
আমন্ত্রিত অতিথির বক্তব্য রাখেন উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অসীম কুমার দাস, কাহালু ডেকোরেটর মালিক সমিতির সভাপতি বেলাল হোসেন, দুপচাঁচিয়া ডেকোরেটর মালিক সমিতির সাংগঠনিক সম্পাদক বেলাল হোসেন, উপজেলা ডেকোরেটর শ্রমিক সমিতির সভাপতি খয়বর রহমান প্রমুখ।
Posted ৮:৩০ অপরাহ্ণ | শনিবার, ১২ নভেম্বর ২০২২
Alokito Bogura। আলোকিত বগুড়া | Dupchanchia Correspondent