১৯৯৬সালের ১৫ফেব্রুয়ারি বিএনপি কর্তৃক এক তরফা প্রহসনের নির্বাচনের তীব্র নিন্দা ও গণতন্ত্র হত্যার প্রতিবাদে বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসাবে দুপচাঁচিয়া উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ ১৫ ফেব্রুয়ারি সোমবার সকালে দলীয় কার্যালয় চত্বরে উপজেলা আ’লীগের সভাপতি আমিনুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এমদাদুল হকের পরিচালনায় প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন জেলা আ’ লীগের সদস্য আনোয়ার হোসেন, মাহবুবা নাছরিন রূপা, উপজেলা আ’লীগের সিনিয়র সহসভাপতি উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব ফজলুল হক, সহসভাপতি বেলাল হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক তৌহিদুল হোসেন মহলদার, সাবেক সহসভাপতি তপন কুন্ডু, আবু জাহেদ, সাবেক সাধারণ সম্পাদক পৌর কাউন্সিলর এসএম কায়কোবাদ, সাবেক সাংগঠনিক সম্পাদক মহসীন আলী।
আরও বক্তব্য রাখেন, প্রচার সম্পাদক মোমিনুর রহমান তালুকদার পলাশ, দুপচাঁচিয়া পৌর আ’লীগের সভাপতি আব্দুর রাজ্জাক, সাধারণ সম্পাদক আমিনুর রহমান মহলদার, তালোড়া পৌর আ’লীগের সভাপতি ও পৌর মেয়র আমিরুল ইসলাম বকুল, গোবিন্দপুর ইউনিয়ন আ’লীগের সভাপতি আমিনুর রহমান পলাশ, উপজেলা কৃষকলীগের সিনিয়র যুগ্ম আহবায়ক মেহেদী হাসান সজল, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাংগঠনিক সম্পাদক সোহেল মাহমুদ সূজা প্রমুখ।
এসময় উপজেলা, পৌর ও ইউনিয়ন আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
Posted ৫:২৭ অপরাহ্ণ | সোমবার, ১৫ ফেব্রুয়ারি ২০২১
Alokito Bogura। আলোকিত বগুড়া | MTI SHOPON MAHMUD