দুপচাঁচিয়া উপজেলার ৫টি ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত সংরক্ষিত ও সাধারণ সদস্যদের শপথগ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ২২শে ফেব্রুয়ারি মঙ্গলবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এশপথ বাক্য পাঠ করান উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাঃ আবু তাহির।
এ উপলক্ষে এক আলোচনা সভা উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাঃ আবু তাহির এর সভাপতিত্বে ও সাবেক বাংকার সাংবাদিক আজিজুল হকের পরিচালনায় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব ফজলুর হক, থানার অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আমিনুর রহমান, সাধারণ সম্পাদক এমদাদুল হক প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রেসক্লাবের সভাপতি আঃবঃমঃ আবু আব্দুল্লাহ প্রিন্স, তালোড়া ইউপি চেয়ারম্যান মেহেরুল ইসলাম, নবনির্বাচিত চেয়ারম্যান আনোয়ার হোসেন, শাহজাহান আলী, মোয়াজ্জেম হোসেন, নূর মোহাম্মাদ আবু তাহের প্রমুখ।
নবনির্বাচিত সংরক্ষিত ও সাধারণ সদস্যদের উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
Posted ৫:৫৫ অপরাহ্ণ | মঙ্গলবার, ২২ ফেব্রুয়ারি ২০২২
Alokito Bogura। Online Newspaper | Alokito Bogura