বগুড়ার দুপচাঁচিয়ায় রোপা আমন ধান কাটা শুরু হয়েছে। সোনালী ধান ঘরে তুলতে কৃষাণ-কৃষাণীরা ব্যস্ত সময় পার করছেন। এবার আমন ধানের ফলন ও দামে কৃষকের মুখে হাসির ঝিলিক ফুটে উঠেছে।
উপজেলা কৃষি অফিসের উপসহকারী কৃষি কর্মকর্তা সাইফুল ইসলাম জানান, এবার দুপচাঁচিয়ায় ১১হাজার ৭’শ হেক্টর জমিতে রোপা আমন ধান চাষ করা হয়েছে। মাঠে মাঠে ধান কাটতে কৃষকরা ব্যস্ত সময় পার করছেন। ইতিমধ্যে এ উপজেলায় ৩০ভাগ আমন ধান কাটা হয়েছে।
উপজেলার চৌমুহনি বাজার এলাকার কৃষক উজ্জল হোসেন ও ইসলামপুরের ইউসুফ আলি বাবু কৃষক জানান, পুরো মাঠ এখন পাকা ধানের সোনালী রংয়ে ছেয়ে গেছে। কৃষকরা ধান কাটা ও মাড়াইয়ে ব্যস্ত সময় পার করছেন। কৃষণীদেরও কাজের ব্যস্ততা বেড়েছে। কৃষি অফিসের সার্বিক পরামর্শে ও নিয়মিত পরিচর্যা করায় ধানের ফলনও ভালো হয়েছে। বিঘা প্রতি ১৭থেকে ১৮মণ পর্যন্ত ফলন হচ্ছে।
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সাজেদুল আলম বলেন, কৃষি অফিসের সার্বিক দিক নির্দেশনায় ও কৃষকদের নিয়মিত পরিচর্যা এবং আবহাওয়া অনুকূলে এবার আমন ধানের বাম্পার ফলন হয়েছে। বাজারে দাম ভালো পাওয়ায় কৃষকরা খুশি। ধান উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৫৮হাজার ৫’শ মে.টন।
#
Posted ৬:৪৮ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১৮ নভেম্বর ২০২১
Alokito Bogura। Online Newspaper | MTi SHOPON MAHMUD