“টেকসই আগামীর জন্য জেন্ডার সমতাই আজ অগ্রগণ্য” এই প্রদিপাদ্যকে সামনে রেখে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে দুপচাঁচিয়া উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কার্যালয়ের আয়োজনে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা, কুইজ প্রতিযোগিতা, সনদপত্র বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে পালিত হয়েছে।
৮ই মার্চ মঙ্গলবার সকালে এ উপলক্ষে এক র্যালি বের হয়। র্যালি শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাঃ আবু তাহির এর সভাপতিত্বে ও একাডেমিক সুপারভাইজার শাহ মো. মাহমুদুন নবীর পরিচালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ফজলুল হক, ভাইস চেয়ারম্যান আহম্মেদুর রহমান বিপ্লব, উপজেলা আ’লীগের সভাপতি আমিনুর রহমান, সাধারণ সম্পাদক এমদাদুল হক, থানার অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা খালেদা ইয়াসমিন, ইউএন প্রতিনিধি তশিবা কাশেম, উপজেলা আ’লীগ নেত্রী শামীমা আক্তার মুক্তা প্রমুখ।
পরে পুরস্কার বিতরণ ও জাইকার অর্থায়নে উপজেলা পরিষদের সহায়তায় মহিলা বিষয়ক কার্যালয়ের বাস্তবায়নে ৭দিন ব্যাপী বিউটিফিকেশন প্রশিক্ষণ গ্রহণকারী ২০জনের মাঝে সনদপত্র বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা ডেভেলপমেন্ট ফ্যাসিলিটিটর ইউজিডিপি জাইকা আশরাফুল মাহমুদ, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক, কিশোর-কিশোরী কাবের সদস্যবৃন্দ।
#
Posted ৮:১১ অপরাহ্ণ | মঙ্গলবার, ০৮ মার্চ ২০২২
Alokito Bogura। আলোকিত বগুড়া | MTi SHOPON MAHMUD