দুপচাঁচিয়ায় আছির উদ্দিন চিশতী মেমোরিয়াল স্কুল ও কলেজের এসএসসি-২০২২ পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বিদায়ী শিক্ষার্থীদের আয়োজনে ১লা জুন বুধবার সকালে স্কুল ও কলেজ প্রাঙ্গনে সহকারী প্রধান শিক্ষক গোলাম মোস্তফার সভাপতিত্বে ও প্রভাষক কুতুব শাহাব উদ্দিন বাবুর সঞ্চালনায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তব্য রাখেন অত্র স্কুল ও কলেজের অধ্যক্ষ আব্দুল হামিদ শেখ, জেষ্ঠ্য প্রভাষক হাম্মাদ আলী, সহকারী শিক্ষক আবু সালেহ ফুল মোহাম্মদ, মিল্লাত হোসেন, বিদায়ী শিক্ষার্থী সোনিয়া আক্তার, রাহাদ আলী। এসময় উপস্থিত ছিলেন সহকারী অধ্যাপক নাইজুল ইসলাম, জেসমিন আরা ঝর্ণা, জিয়াউল হক, জেষ্ঠ্য প্রভাষক ফরিদ উদ্দিন শেখ, প্রভাষক মোসফিকুর রহমান সবুজ, মিলন আলী, প্রদর্শক খোরশেদ আলী ফকির, শিক্ষক প্রতিনিধি পারুল আরা খাতুন, সহকারী শিক্ষক তানজিলা আকতার, মোজাফ্ফর হোসেন, পিনেশ চন্দ্র বর্মণ, গোলাম রব্বানী প্রমুখ।
শেষে বিদায়ী শিক্ষার্থীদের সফলতা ও সুন্দর আগামীর এবং দেশ ও জাতির সমৃদ্ধি কামনায় দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন সহকারী শিক্ষক মোকলেছার রহমান।
Posted ৮:৩৩ অপরাহ্ণ | বুধবার, ০১ জুন ২০২২
Alokito Bogura || আলোকিত বগুড়া | MTi SHOPON MAHMUD