বাংলাদেশ আওয়ামীলীগ এর ৭৩তম প্রতিষ্ঠা বার্ষিকী দুপচাঁচিয়া উপজেলা আওয়ামীলীগের আয়োজনে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা ও দোয়ার মধ্যে দিয়ে পালন করা হয়েছে। এ উপলক্ষে আজ বৃহস্পতিবার বিকালে দলীয় কার্যালয়ে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দেশ ও জাতির সমৃদ্ধি কামনায় দোয়া করা হয়। পরে এক বর্ণাঢ্য র্যালি বের হয়ে উপজেলা সদরের বিভিন্ন রাস্তা প্রদক্ষিন করে।
র্যালি শেষে দলীয় কার্যালয়ের সামনে উপজেলা আওয়ামীলীগের সভাপতি আমিনুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এমদাদুল হকের পরিচালনায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি আলহাজ্ব ফজলুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক তৌহিদুল হোসেন মহলদার, সদস্য আনোয়ার হোসেন । এসময় উপজেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
Posted ৯:১২ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২৩ জুন ২০২২
Alokito Bogura। Online Newspaper | MTi SHOPON MAHMUD