বিভাগীয় বনকর্মকর্তা সামাজিক বনবিভাগ বগুড়া ড. মোহাঃ আব্দুল আউয়াল এর নির্দেশে অবৈধ করাতকল বন্ধের অভিযান পরিচালনার অংশ হিসাবে বুধবার দুপুরে দুপচাঁচিয়া সামাজিক বনায়ন নার্সারী ও প্রশিক্ষণ কেন্দ্রের পক্ষ থেকে অভিযান পরিচালনা করা হয়েছে।
অভিযানকালে বৈধ কাগজপত্র না থাকায় দুপচাঁচিয়া উপজেলার আলতাফনগর এলাকার সাহারা ছ’মিল ও আদমদীঘি উপজেলার কুন্দগ্রাম এলাকার সালাম ছ’মিল বন্ধ করে তা সীলগালা করা হয়।
এসময় উপস্থিত ছিলেন দুপচাঁচিয়া সামাজিক বনায়ন নার্সারী ও প্রশিক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা এটিএম আক্তারুজ্জামান, আদমদীঘি উপজেলা ভারপ্রাপ্ত বনকর্মকর্তা সামছুল আলম, ওয়াচার এনামুল হক, বাগান মালী আব্দুল ওহেদ শেখ।
Posted ৮:২৫ অপরাহ্ণ | বুধবার, ২৫ আগস্ট ২০২১
Alokito Bogura। Online Newspaper | MTi SHOPON MAHMUD