বগুড়ার দুপচাঁচিয়ায় অজ্ঞাতনামা এক ব্যক্তির(৪০) লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকালে উপজেলার আলতাফনগর রেলস্টেশনের পশ্চিমে খিহালী গ্রাম সংলগ্ন রেল লাইনের পাশ হতে এ লাশ উদ্ধার করা হয়।
পরে লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়না তদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। পুলিশ জানায়, উদ্ধারকৃত লাশের বাম হাত ভাঙ্গা, মুখ, হাত ও পিঠে ছেলা জখম রয়েছে। তার পড়নে ছিল কালো চেক লুঙ্গি ও গায়ে সাদা নেভী ব্লু ছেড়া গেঞ্জি।
দুপচাঁচিয়া থানার অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে উদ্ধাকৃত অজ্ঞাতনামা ব্যক্তি মানসিক ভারসাম্যহীন ছিল। মঙ্গলবার রাতের কোনো এক সময়ে তিনি ট্রেন থেকে পড়ে মারা গেছেন। লাশের পরিচয় না পাওয়া গেলে ময়না তদন্ত শেষে লাশটি আঞ্জুমান মফিদুলে হস্তান্তর করা হবে।
Posted ৮:৫২ অপরাহ্ণ | বুধবার, ১৬ মার্চ ২০২২
Alokito Bogura। Online Newspaper | MTi SHOPON MAHMUD