দুপচাঁচিয়া উপজেলার তালোড়া পৌরসভার আয়োজনে পৌরসভার ২০২২-২৩ অর্থবছরের খসড়া বাজেট সম্পর্কে শহর সমন্বয় কমিটি(টিএলসিসি) এর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ ১৯জুন (রোববার) দুপুরে পৌরসভার কার্যালয়ে পৌর মেয়র আমিরুল ইসলাম বকুল এর সভাপতিত্বে ও পৌরসভার উপসহকারী প্রকৌশলী এবং ভারপ্রাপ্ত সচিব মনিরুল ইসলাম এর পরিচালনায় এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা আ’লীগের সদস্য আনোয়ার হোসেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আব্দুর রশিদ সরকার। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বীরমুক্তিযোদ্ধা মানিক খান, প্রধান শিক্ষক সামছুল ইসলাম, নূর ইসলাম, শহর সমন্বয় কমিটির সদস্য সেরাজুল হক খন্দকার, আবু তাহের রানা, পৌর কাউন্সিলর আলহাজ্ব মোশারফ হোসেন মুন্সি সেলিম প্রমুখ।
সভায় ২০২২-২৩ অর্থ বছরের ২৩ কোটি ৫১লাখ ৮৫হাজার ৩’শ ২টাকার খসড়া বাজেট পড়ে শোনান পৌরসভার ক্যাশিয়ার আনোয়ার হোসেন। এসময় পৌরসভার কাউন্সিলর, কর্মকর্তা/কর্মচারী, শহর সমন্বয় কমিটির সদস্য ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত
Posted ৮:১৬ অপরাহ্ণ | রবিবার, ১৯ জুন ২০২২
Alokito Bogura। Online Newspaper | Alokito Bogura