প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিজ উদ্যোগে দেশব্যাপী নিম্ন আয়ের এক কোটি পরিবারের জন্য ভুর্তুকি মূল্যে টিসিবির পণ্য বিক্রয়ের অংশ হিসাবে তৃতীয় পর্যায়ে দুপচাঁচিয়া উপজেলার তালোড়া পৌর এলাকায় ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি) এর পন্য বিক্রয়ের উদ্বোধন করা হয়েছে।
আজ ২২জুন (বুধবার) সকালে তালোড়া পৌরসভা চত্বরে টিসিবির পন্য বিক্রয়ের উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব ফজলুল হক ও ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার সহকারী কমিশনার(ভূমি) রূপম দাস। এসময় পৌরসভার মেয়র আমিরুল ইসলাম বকুল, মহিলা কাউন্সিলর রেখা রানী সহ পৌরসভার কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন।
তালোড়া পৌরসভার ২হাজার ৬’শ ২৭জন টিসিবি ফ্যামিলি কার্ডধারীর মাঝে এ পন্য বিক্রয় করা হয়। তালোড়া পৌরসভা চত্বরে মেসার্স নাহিদ ট্রেডার্স ও তালোড়া আলতাফ আলী উচ্চ বিদ্যালয় চত্বরে মেসার্স হাবিব স্টোর পৃথক পৃথকভাবে এ পন্য বিক্রয় করা হয়। এদিন প্রতিজনকে ২লিটার সয়াবিন তেল, ২কেজি মসুর ডাল ও ১কেজি চিনি ৪০৫টাকায় বিক্রয় করা হয়।
এতে ট্যাগ অফিসারের দায়িত্ব পালন করেন উপজেলা পল্লী দারিদ্র বিমোচন কর্মকর্তা মনোরঞ্জন কুন্ডু ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শফিকুল ইসলাম।
Posted ৯:৫৬ অপরাহ্ণ | বুধবার, ২২ জুন ২০২২
Alokito Bogura। Online Newspaper | Alokito Bogura