দুপচাঁচিয়ার উপজেলার তালোড়ায় রুহুল ইসলাম ফাউন্ডেশন ঢাকা এর উদ্যোগে ও মিশন হাসপাতাল বগুড়ার পরিচালনায় এবং সমাজসেবক আলহাজ্ব নবিউল ইসলাম নয়নের সার্বিক সহযোগিতায় চক্ষুশিবির অনুষ্ঠিত হয়েছে।
৩সেপ্টেম্বর শনিবার সকালে তালোড়া পৌরসভার কাউন্সিলরদের কক্ষে পৌর মেয়র আমিরুল ইসলাম বকুল প্রধান অতিথি হিসাবে এ চক্ষুশিবিরের উদ্বোধন করেন।
এসময় উপস্থিত ছিলেন পৌর কাউন্সিলর আলহাজ্ব মোশারফ হোসেন মুন্সি সেলিম, তানভীর আহম্মেদ ফেরদৌস, মহিলা কাউন্সিলর রেখা রানী, ব্যবসায়ী আব্দুল কাদের চৌধুরী প্রমুখ। চক্ষু শিবিরে চিকিৎসা সেবা প্রদান করেন ডাঃ দিলীপ মারান্ডি রজত ও ডাঃ নজরুল ইসলাম আতিক।
এদিন প্রায় ১’শ ৬০জন রোগীর চোখ পরীক্ষা করে বিনামূল্যে ব্যবস্থাপত্র ও ওষুধ প্রদান করা হয়। এর মধ্যে ২৭জন ছানীপড়া রোগী বাছাই করে স্বল্পমূল্যে অপারেশনের ব্যবস্থা করা হবে বলে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছেন।
Posted ৮:৫৫ অপরাহ্ণ | শনিবার, ০৩ সেপ্টেম্বর ২০২২
Alokito Bogura। আলোকিত বগুড়া | Dupchanchia Correspondent