দুপচাঁচিয়া উপজেলার তালোড়ায় ওএমএস এর ডিলারের মাধ্যমে করোনাকালীন সময়ে নিম্ন আয়ের মানুষের মাঝে চাল ও আটা বিক্রয়ের উদ্বোধন করা হয়েছে। আজ ২০ জানুয়ারি বৃহস্পতিবার সকালে তালোড়া তিনমাথা বাজার এলাকায় এ চাল ও আটা বিক্রয়ের উদ্বোধন করেন তালোড়া পৌরসভার মেয়র পৌর আ’লীগের সভাপতি আমিরুল ইসলাম বকুল।
এ সময় তালোড়া খাদ্য গুদামের ভারপ্রাপ্ত খাদ্য কর্মকর্তা শাহেদুল ইসলাম, আ’লীগ নেতা মাহফুজুল হাসান চৌধুরী বিদ্যুৎ, ডিলার সামছুল আলম টপি উপস্থিত ছিলেন।
সপ্তাহে ৬দিন সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ১হাজার কেজি চাল ও ১হাজার কেজি আটা জনপ্রতি ৫কেজি চাল ৩০টাকা কেজি দরে ও ৫কেজি আটা ১৮টাকা কেজি দরে বিক্রয় করা হবে। বৃহস্পতিবার থেকে দুপচাঁচিয়া পৌর এলাকায় ৪টি ও তালোড়া পৌর এলাকায় ৩টি সহ মোট ৭টি ডিলারের মাধ্যমে এ চাল ও আটা বিক্রয় শুরু হয়েছে।
Posted ৬:৫৬ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২০ জানুয়ারি ২০২২
Alokito Bogura। Online Newspaper | MTi SHOPON MAHMUD