দুপচাঁচিয়া থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) তালোড়া পৌরসভার মেয়র ও কাউন্সিলরদের সঙ্গে মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ, ইভটিজিং ও বাল্যবিবাহ সহ অন্যান্য অপরাধ দমনের লক্ষে মতবিনিময় সভা করেছেন।
২৭শে ফেব্রুয়ারি রোববার দুপুরে পৌরসভার কাউন্সিলরদের কক্ষে মেয়র ও পৌর আ’লীগের সভাপতি আমিরুল ইসলাম বকুল এর সভাপতিত্বে ও প্যানেল মেয়র শাহিনুর ইসলাম এর পরিচালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম আজাদ।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন এসআই শাহজাহান আলী, এসআই নিয়ামান নাসির, সংরক্ষিত মহিলা কাউন্সিলর রেখারানী, পৌর কাউন্সিলর আলহাজ্ব মোশারফ হোসেন মুন্সি সেলিম, এমরান আলী রিপু, মারুফ হাসান তরফদার, আ’লীগ নেতা তছলিম উদ্দিন, আব্দুল মান্নান খাঁন, জাহাঙ্গীর আলম, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক রাহিদ হাসান, উপজেলা কৃষকলীগের আহ্বায়ক আবু তাহের রানা প্রমুখ।
সভায় ওসি বলেন, অপরাধ দমনে স্ব স্ব অবস্থান থেকে সকলকে এগিয়ে আসতে হবে। শুধু কথা নয়, কাজের মাধ্যমে এটি আমাদের প্রমাণ করতে হবে। এ সময় পৌরসভার সকল কাউন্সিলর, কর্মকর্তা-কর্মচারী ও গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
Posted ৮:২১ অপরাহ্ণ | রবিবার, ২৭ ফেব্রুয়ারি ২০২২
Alokito Bogura। Online Newspaper | Alokito Bogura