দুপচাঁচিয়ার জিয়ানগর ইউনিয়ন পরিষদের ২০২২-২৩ অর্থবছরের বাজেট ঘোষণা করা হয়েছে। এ উপলক্ষে এক বাজেট সভা ২৮শে মে শনিবার দুপুরে জিয়ানগর বাজার মুক্তমঞ্চে ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন এর সভাপতিত্বে ও সচিব গোলাম মোস্তফার সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ফজলুল হক।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমন জিহাদী, থানার অফির ইনচার্জ আবুল কালাম আজাদ, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মাহবুবা নাছরিন রূপা, উপজেলা আ’লীগের সভাপতি আমিনুর রহমান।
আরও বক্তব্য রাখেন উপজেলা আ’লীগের সাবেক সভাপতি মিজানুর রহমান খান সেলিম, বীমুক্তিযোদ্ধা সামছুদ্দিন প্রামানিক প্রমুখ।
এসময় জেলা পরিষদের সাবেক সদস্য আবু সাঈদ ফকির, মুক্তিযোদ্ধাগণ, সাংবাদিক, শিক্ষক, ইউনিয়ন পরিষদের সদস্য ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ। এ উপলক্ষে মসজিদের দু’জন ইমামকে ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে পুরুস্কৃত করা হয়। পরে ইউপি সচিব ২০২২-২৩ অর্থবছরের জন্য ১কোটি, ৯লাখ, ১৪হাজার ৫’শ ৬৬ টাকার সম্ভাব্য বাজেট ঘোষণা করেন।
Posted ৭:৫৯ অপরাহ্ণ | শনিবার, ২৮ মে ২০২২
Alokito Bogura || আলোকিত বগুড়া | MTi SHOPON MAHMUD