‘মাদককে না বলি, এসো সুস্থ বিনোদন করি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে দুপচাঁচিয়ার আটগ্রাম স্পোটিং কাবের উদ্যোগে আটগ্রাম প্রিমিয়ার লীগ ক্রিকেট টুর্ণামেন্ট সেশন-৬ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। গত ৩ডিসেম্বর বিকেলে আটগ্রাম হাইস্কুল মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়।
খেলায় একতা এলেভেন কিং ২রানে ব্লু বুল এলেভেনকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। পরে এক পুরস্কার বিতরনী সভা বিশিষ্ট মৎস্য ব্যবসায়ী ও সমাজসেবক আবু বক্কর সিদ্দিকের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন চামরুল ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোস্তাফিজুর রহমান জুয়েল। বিশেষ অতিথির বক্তব্য রাখেন চামরুল ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও আ’লীগ মনোনীত ইউপি চেয়ারম্যান প্রার্থী আজমল হোসেন, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক হৃদয় সরকার, দুপচাঁচিয়া ফুটবল একাডেমীর সভাপতি মাহমুদুল হক শিপন, ইউপি সদস্য প্রার্থী পিয়ারা বেগম, কাবের প্রেসিডেস্ট শামীম আহমেদ প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন কাবের সদস্য এমএ বারিক, আরিফুল ইসলাম, আবু তোহা, মতিউর রহমান, নূরনবী, ফাইন প্রামানিক, তাইফুল ইসলাম সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ। খেলায় সার্বিক সহযোগিতা করেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মুন্টু ব্যাপারী। পরে অতিথিবৃন্দ চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলের মাঝে ছাগল ও ট্রফি তুলে দেন।
Posted ৬:৫৮ অপরাহ্ণ | শনিবার, ০৪ ডিসেম্বর ২০২১
Alokito Bogura। Online Newspaper | Alokito Bogura