‘তামাক নয় ফসল ফলান’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে দুপচাঁচিয়া উপজেলা প্রশাসনের আয়োজনে বিশ্ব তামাক মুক্ত দিবস উদযাপিত হয়েছে।
এ উপলক্ষে গত ৩১মে বুধবার দুপুরে উপজেলা পরিষদ সভাকক্ষে সহকারী কমিশনার(ভূমি) রূপম দাসের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব ফজলুল হক। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আ’লীগের সভাপতি আমিনুর রহমান।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাঃ আওফি খান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা
খালেদা ইয়াছমিন, উপজেলা তাথ্যসেবা অফিসার রূহানী আক্তার, সহকারী প্রোগ্রামার সাদ্দাম হোসেন, পল্লী সঞ্চয় ব্যাংক দুপচঁাচিয়া শাখার ব্যবস্থাপক দ্বিপক কুণ্ডু, উপজেলা প্রেসক্লাবের সভাপতি আবু আব্দুল্লাহ প্রিন্স, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইমাম আজম পারভেজ প্রমুখ।
Posted ৭:৫৬ অপরাহ্ণ | বুধবার, ৩১ মে ২০২৩
Alokito Bogura || আলোকিত বগুড়া | MTi SHOPON MAHMUD