দিনাজপুরের জেলা প্রশাসক খালেদ মোহাম্মদ জাকী বলেছেন, দারিদ্র মোচনে সমবায় একটি প্রাচীন ও পরীক্ষিত অর্থনৈতিক প্রক্রিয়া। প্রতিটি সমবায় হচ্ছে এমন এক আর্থ-সামাজিক প্রতিষ্ঠান যা টেকসই উন্নয়ন নিশ্চিত করতে সহায়তা করে। যা সমাজ জীবনে আদর্শ মূল্যবোধকে প্রতিষ্ঠা করার সুযোগ সৃষ্টি করে। এদেশের গণমানুষের অর্থনৈতিক মুক্তির জন্য জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গণমূখী সমবায় আন্দোলনের ডাক দিয়েছিলেন।
৫০তম জাতীয় সমবায় দিবস-২০২১ উদযাপন উপলক্ষে দিনাজপুর জেলা প্রশাসন ও সমবায় বিভাগের আয়োজনে ৬ নভেম্বর শনিবার সকাল ১১টায় দিনাজপুর জেলা প্রশাসক সম্মেলন কক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক উপরোক্ত কথাগুলে বলেন।
জেলা সমবায় কর্মকর্তা মোঃ সফিকুল ইসলাম এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোঃ আসলাম উদ্দিন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ শরিফুল ইসলাম ও জেলা সিভিল সার্জন ডাঃ মোঃ আব্দুল কুদ্দুছ। স্বাগত বক্তব্য রাখেন সদর উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ হাফিজুল ইসলাম।
“বঙ্গবন্ধুর দর্শন-সমবায়ে উন্নয়ন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে মুক্ত আলোচনায় অংশ নেন সদর উপজেলা শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ এর সভাপতি মোঃ একরামুল হক, শামীম আশরাফ, দবিরুল ইসলাম, মোঃ রাজিউর রহমান রাজু প্রমুখ। অনুষ্ঠানে ৫টি সমবায়ী প্রতিষ্ঠানের প্রতিনিধিদের হাতে চেক ও ৭টি সমবায়ী সমিতিকে (সুইহারী খ্রীষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ, টেক্সটাইল বাজার বহুমুখী সমবায় সমিতি লিঃ, বালুবাড়ী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ, টেক্সটাইল বাজার ক্ষুদ্র ব্যবসায়ী বহুমুখী সমবায় সমিতি লিঃ, ৬নং উপশহর মহিলা কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ, উত্তর ফরিদপুর সদর ইউনাইটেড কো-অপারেটিভ সোসাইটি লিঃ ও সদর উপজেলা শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ) সম্মাননা ক্রেস্ট হিসেবে জাতীয় সমবায়ী পুরস্কার প্রদান করা হয়।
আলোচনা সভার পূর্বে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে জাতীয় পতাকা উত্তোলন করেন জেলা প্রশাসক খালেদ মোহাম্মদ জাকী ও সমবায়ী পতাকা উত্তলন করেন জেল সমবায় কর্মকর্তা মোঃ সফিকুল ইসলাম। এরপর জেলা প্রশাসকের নেতৃত্বে সমবায় দিবসের একটি র্যালী বের হয়।
Posted ৪:২০ অপরাহ্ণ | শনিবার, ০৬ নভেম্বর ২০২১
Alokito Bogura। Online Newspaper | MTi SHOPON MAHMUD