“গণতন্ত্রের বিজয়” দিবসটি উপলক্ষে দিনাজপুরে বাংলাদেশ আওয়ামী যুবলীগ দিনাজপুর জেলা শাখার আয়োজনে আনন্দ র্যালি অনুষ্ঠিত হয়েছে । দিনাজপুর জেলা শাখার সভাপতি রাশেদ পারভেজ সাধারণ ও সম্পাদক আনোয়ার হোসেনের নেতৃত্বে র্যালিটি বন্ধন কমিউনিটি সেন্টার থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে এবং একই জায়গায় গিয়ে শেষ হয়। আনন্দ র্যালীতে অংশ নেন আ: যুবলীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ অংশ নেয়।
র্যালী শেষে কমিউনিটি সেন্টারের সংক্ষিপ্ত সমাবেশে আ:যুবীলীগ নেতৃবৃন্দ সরকারের উন্নয়নের অগ্রগতি তুলে ধরে বক্তব্য রাখেন।
এ সময় আনন্দ র্যালি ও সমাবেশে আরো উপস্থিত ছিলেন শহর যুবলীগের সভাপতি আশরাফুল আলম রমজান,সাধারণ সম্পাদক সোহরাব হোসেন,হাজী পলাশসহ স্থানীয় যুবলীগ সকল নেতাকর্মী উপস্থিত ছিলেন।
Posted ৭:২৮ অপরাহ্ণ | বুধবার, ৩০ ডিসেম্বর ২০২০
Alokito Bogura | MTI SHOPON MAHMUD