বগুড়ার সোনাতলায় পঞ্চগড়ের আটোয়ারী থানার হত্যা মামলা পূনঃ তদন্তের জন্য ৯ মাস পর মৃত ছারোয়ার হোসেনে (পোনা মাছ ব্যাবসায়ী) (৪১) এর লাশ কবর থেকে উত্তোলন করা হয়েছে। ১০ মার্চ বৃহস্পতিবার উপজেলার সদর ইউনিয়নের সুজাইতপুর পশ্চিমপাড়া গ্রামে বগুড়া জেলা সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রুপম দাস এর উপস্থিতিতে পারিবারিক কবরস্থান থেকে লাশটি উত্তোলন করা হয়। ছারোয়ার রহমান সোনাতলা সদর ইউনিয়নের সুজাইতপুর পশ্চিম পাড়া গ্রামের ইব্রাহিমের ছেলে।
সোনাতলা থানার এসআই হাফিজুর রহমান মরদেহের সুরতহাল রিপোর্ট প্রস্তুত করে ময়নাতদন্তের জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল বগুড়ায় ফরেনসিক বিভাগে প্রেরণ করেন। মামলার বাদী ইসমাইল জানায়,তার ভাই ছারোয়ার পূর্ব থেকে আটোয়ারীর আমতলী গ্রামে মাছের ব্যবসা করে আসছিল। গত ২৬ জুন ২০২১ সন্ধ্যায় তার বাড়িতে মৃত্যুর খবর আসে। পরদিন লাশটি তার নিজ বাড়ীতে পারবারিক কবরস্থানে দাফন করা হয়। এরপর তার পরিবারের লোকজনের সন্দেহ হলে তার আপন ছোট ভাই ইসমাইল হোসেন বাদী হয়ে ০৬ ডিসেম্বর২০২১ ইং তারিখে পঞ্জগড় আটোয়ারী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলা নং-০৩।
মামলার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তে পেনাল কোড মামলার পূনঃ তদন্তের জন্য লাশটি কবর থেকে উত্তোলন করা হয় বলে জানান জেলা সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রুপম দাস।
Posted ৮:৪১ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১০ মার্চ ২০২২
Alokito Bogura। Online Newspaper | MTi SHOPON MAHMUD