মঙ্গলবার ২৮শে নভেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ | ১৩ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ

শিরোনাম
শিরোনাম

তেলের ড্রামে ৪৮লক্ষ টাকার গাঁজা পাচার; আটক ০১

আলোকিত বগুড়া   রবিবার, ১৯ মার্চ ২০২৩
69 বার পঠিত
তেলের ড্রামে ৪৮লক্ষ টাকার গাঁজা পাচার; আটক ০১

হুমায়ুন কবির সুমন, সিরাজগঞ্জ প্রতিনিধি: মাদক বিরোধী অভিযানে সিরাজগঞ্জে তেলের খালি ড্রাম সরবরাহের আড়ালে ১৩৭ কেজি গাঁজার একটি বড় চালান পাঁচারের সময় মাদক কারবারী ফারুক মিয়া (৩৫) নামে এক মাদক কারবারীকে আটক করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১২) সদস্যরা। জব্দকৃত গাঁজার আনুমানিক বাজার মুল্য ৪৭ লক্ষ ৯৫ হাজার হাজার টাকা।

রোববার (১৯ মার্চ) ভোর রাতে সদর উপজেলার কালিয়া হরিপুর ইউনিয়নের ঠাকুর ট্যাক এলাকায় সিরাজগঞ্জ-এনায়েতপুর আঞ্চলিক সড়কের একটি ট্রাক তল্লাশি করে গাঁজাসহ এই মাদক কারবারীকে আটক করা হয়। এসময় মাদক ক্রয়-বিক্রয় কাজে ব্যবহৃত একটি মিনি ট্রাক জব্দ করা হয়েছে।


আটক ফারুক মিয়া কুমিল্লা জেলার মুরাদনগর থানার পোয়া পাথর গ্রামের আবুল কালামের ছেলে। মাদক বিরোধী অভিযানের নেতৃত্ব দেওয়া র‌্যাব-১২ এর ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার (সহকারী পুলিশ সুপার) মো. এরশাদুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ সুপার এরশাদুর রহমান বলেন, খালি তেলের ড্রাম সরবরাহের আড়ালে কুমিল্লা থেকে বিপুল পরিমান মাদকের বড় চালান নিয়ে একটি মিটি ট্রাক সিরাজগঞ্জের উদ্দেশ্যে আসছে গোপন সংবাদে আজ রবিবার ভোর রাতে উপজেলার ঠাকুর ট্যাক এলাকায় অস্থায়ী চেকপোস্ট বসানো হয়। চেকপোস্ট দেখে মাদক কারবারী পালানোর চেস্টা করে। এসময় র‌্যাবের সদস্যরা তাকে আটক করে ট্রাকে তল্লাশি চালায়। এক পর্যায়ে ট্রাকে থাকা খালি ২৪টি তেলের ড্রামের ভিতরে ১৩৭ কেজি গাঁজা জব্দ করা হয়। জব্দকৃত গাঁজার আনুমানিক বাজার মুল্য ৪৭ লক্ষ ৯৫ হাজার টাকা। এছাড়াও মাদক ক্রয়-বিক্রয়ের কাজে ব্যবহৃত ১ টি ট্রাক, ২৪ টি তেলের ড্রাম ও ১ টি মোবাইল জব্দ করা হয়েছে। আটককৃত মাদক কারবারি ফারুক মিয়ার বিরুদ্ধে সদর থানায় মামলাসহ আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।


Facebook Comments Box


Posted ৭:৫৯ অপরাহ্ণ | রবিবার, ১৯ মার্চ ২০২৩

Alokito Bogura || Online Newspaper |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  

প্রতিষ্ঠাতা ও প্রকাশক:

এম.টি.আই স্বপন মাহমুদ

বার্তা সম্পাদক: এম.এ রাশেদ

সহ-বার্তা সম্পাদক: মোঃ সাজু মিয়া

অস্থায়ী অফিস:

তালুকদার শপিং সেন্টার (৩য় তলা),

নবাববাড়ি রোড, বগুড়া-৫৮০০।

বার্তা, ফিচার ও বিজ্ঞাপন যোগাযোগ:

+৮৮ ০১৭ ৫০ ৯১ ১৮ ৪৫

ইমেইল: alokitobogura@gmail.com

বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশন কর্তৃক নিবন্ধিত।
তথ্য মন্ত্রণালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত।
error: Content is protected !!