গোলাম রব্বানী শিপন, আলোকিত বগুড়া: সদ্য তুরস্ক ও সিরিয়ার সীমান্তবর্তী এলাকায় প্রলয়ংকরী ভয়াবহ ভূমিকম্পে বিধ্বস্ত ভবনে বগুড়ার গোলাম সাঈদ অরফে রিংকু নামের এক শিক্ষার্থী নিখোঁজ রয়েছে। নিখোঁজ রিংকুর বাড়ি বগুড়ার গাবতলী উপজেলার কাগইল ইউনিয়নের দেওনাই শাহপুর গ্রামে। তার বাবার নাম গোলাম রব্বানী।
ভূমিকম্পে পর রিংকুর এ দীর্ঘসময়ে কোন সন্ধান না পেয়ে পরিবার ও আত্মীয় স্বজনেরা চরম আতঙ্কে প্রহর গুনছে। তার নিজ গ্রাম কাগইল শাহপুরে চলছে শোকের মাতম। নিখোঁজের বিষয়টি রিংকুর ছোট ভাই রিফাত নিশ্চিত করেছেন।
সে সাংবাদিকদের জানান, তার বড় ভাই ২০১১ সালে কাগইল করুনাকান্ত উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পাস করে বগুড়া আর্মড পুলিশ ব্যাটালিয়ন কলেজ থেকে ২০১৩ সালে এইচএসসি পাস করেন। এরপর উচ্চ ডিগ্রি নিতে শিক্ষা শেষ করতে তুরস্কে পাড়ি জমান। তুরস্কে বিশ্ববিদ্যালয় থেকে সমাজ বিজ্ঞানে অনার্স ও মাস্টার্স শেষ করে চাকরিতে প্রবেশ করেন। ২০১৮ সালে রিংকু দেশে এসে ছিলেন।
রিফাত আরও বলেন, তার ভাই ও নূরে আলম নামে তার এক বন্ধু একই ভবনে থাকতেন সেটি বিধ্বস্ত হয়েছে। নূরে আলম ভবন থেকে বের হয়ে আসতে পারলেও তাঁর ভাই রিংকুর কোন খোঁজ মেলেনি। বর্তমান তাদের সাথে কোন যোগাযোগ করা যাচ্ছে না। ভূমিকম্পের পর থেকে পরিবারের সাথে যোগাযোগ না থাকায় রিংকুর পরিবার পরিজনেরা দুঃচিন্তায় দিনাতিপাত করছেন। তারা সরকারি সহায়তা কামনা করেছেন।
Posted ১২:২১ পূর্বাহ্ণ | বুধবার, ০৮ ফেব্রুয়ারি ২০২৩
Alokito Bogura || আলোকিত বগুড়া | MTi SHOPON MAHMUD