আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহারে ৪০পিস নেশার এ্যম্পলসহ ফারুক হোসেন (৩২) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে সান্তাহার রেলওয়ে পুলিশ।
গত শনিবার (১৯ নভেম্বর) রাত সাড়ে ৭টায় রাজশাহীগামী আন্ত:নগর তিতুমীর এক্সপ্রেস ট্রেন থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ফারুক হোসেন নিলফামারী জেলার ডোমার উপজেলার সোনারায় গ্রামের মজিবুর রহমানের ছেলে। এ ব্যাপারে সান্তাহার রেলওয়ে থানায় একটি মাদক আইনে মামলা হয়েছে।
সান্তাহার রেলওয়ে থানার অফিসার ইনচার্জ মোক্তার হোসেন জানায়, গত শনিবার রাতে মাদক বিরোধী অভিযান কালে রাত সাড়ে ৭টায় রাজশাহীগামী আন্ত:নগর তিতুমীর এক্সপ্রেস ট্রেনে যাত্রী বেশে বহন করার সময় গোপন সংবাদের ভিক্তিতে রেলওয়ে থানার উপ পরিদর্শক মাজেদ আলী মাদক ব্যবসায়ী ফারুক হোসেনকে আটক করে তার দেহ তল্লাশি করে অভিনব কায়দায় লুকিয়ে রাখা ৪০ পিস নেশার এ্যাম্পল ইনজেকশান উদ্ধার করা হয়।
Posted ১২:৩৬ অপরাহ্ণ | রবিবার, ২০ নভেম্বর ২০২২
Alokito Bogura || আলোকিত বগুড়া | MTi SHOPON MAHMUD