দুপচাঁচিয়ার তালোড়া আলতাফ আলী উচ্চ বিদ্যালয়ের সাবেক সহকারী প্রধান শিক্ষক ও অত্র বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা মরহুম গাজু প্রামানিকের নাতী মাসুদ আলী প্রামানিক (৮১) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহির… …রাজিউন)। সোমবার বেলা ১১ টা ১০ মিনিটে বার্ধক্যজণিত কারণে নিজ বাস ভবনে তিনি ইন্তেকাল করেন।
তিনি এর পূর্বে তালুচ উচ্চ বিদ্যালয় ও দুপচাঁচিয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেছেন। মৃত্যুকালে তিনি পাঁচ ছেলে, পাঁচ মেয়ে, নাতী-নাতনী, আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। এদিন বাদ আসর জানাজা নামাজ শেষে তালোড়া পৌর এলাকার লাফাপাড়া মহল্লার পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়।
মরহুমের রুহের মাগফেরাত কামনা ও শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব ফজলুল হক, তালোড়া পৌরসভার মেয়র আমিরুল ইসলাম বকুল, প্যানেল মেয়র শাহিনুর ইসলাম শাহিন, তালোড়া ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মেহেরুল ইসলাম, তালোড়া আলতাফ আলী উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আলহাজ্ব এটিএম আমিনুল হক, প্রধান শিক্ষক সামছুল ইসলাম টুটুল, খন্দকার আবুল কাশেম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল হাই খন্দকার, উপজেলা প্রেসকাবের সভাপতি আবু আব্দুল্লাহ প্রিন্স, সাধারণ সম্পাদক আবু কালাম আজাদ সহ সদস্যবৃন্দ।
Posted ৯:১৩ পূর্বাহ্ণ | বুধবার, ০৩ নভেম্বর ২০২১
Alokito Bogura। Online Newspaper | MTi SHOPON MAHMUD