দুপচাঁচিয়া উপজেলার তালোড়া আলতাফ আলী উচ্চ বিদ্যালয়ের আয়োজনে জেলা শিক্ষা অফিসার হযরত আলীকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। এ উপলক্ষে ২ই জুলাই শনিবার দুপুরে বিদ্যালয় হলরুমে প্রধান শিক্ষক সামছুল ইসলাম টুটুলের সভাপতিত্বে ও সহকারী শিক্ষক সৈয়দ ইনওয়ার হুসাইন বায়েজীদ এবং শিক্ষার্থী সানজিদা আফরিন সীমার পরিচালনায় সভায় সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন জেলা শিক্ষা অফিসার হযরত আলী।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন গাবতলী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জাকির হোসেন, একাডেমিক সুপারভাইজার রাশেদা খানম। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন তালোড়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রদান শিক্ষক নূর ইসলাম, তালোড়া আলতাফ আলী উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক অসীম কুমার মন্ডল, শিক্ষার্থী তামিরা হাসান প্রমুখ।
এসময় সোনাতলা উপজেলা একাডেমিক সুপারভাইজার সেতারা রওশন জাহান, ধুনট উপজেলা একাডেমিক সুপারভাইজার রোকাইয়া পারভীন, শেরপুর উপজেলা একাডেমিক সুপারভাইজার শ্বরমিন আকতার, দুপচাঁচিয়া উপজেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকগণ সহ অত্র বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষিকা ও শিক্ষার্থীগণ উপস্থিত ছিলেন।
সভাশেষে সংবর্ধিত অতিথিকে বিদ্যালয়ের পক্ষ থেকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানানো সহ বিভিন্ন উপহার সামগ্রী প্রদান করা হয়।
Posted ৯:৫০ অপরাহ্ণ | শনিবার, ০২ জুলাই ২০২২
Alokito Bogura। আলোকিত বগুড়া | MTi SHOPON MAHMUD