বগুড়া জেলা পুলিশের আয়োজনে ও দুপচাঁচিয়া থানার তালোড়া পৌরসভার ১০,১১ ও ১২ নং বিট এর ব্যবস্থাপনায় তালোড়ায় সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকালে তালোড়া পৌরসভার কাউন্সিলরদের কক্ষে তালোড়া পৌরসভার মেয়র ও পৌর আ’লীগের সভাপতি আমিরুল ইসলাম বকুল এর সভাপতিত্বে এবং থানার এসআই নিয়ামান নাসিরের পরিচালনায় এ সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালেক খোকা, পৌর প্যানেল মেয়র শাহিনুর ইসলাম শাহিন, পৌর কাউন্সিলর আলহাজ্ব মোশারফ হোসেন মুন্সি সেলিম, আ’লীগ নেতা তছলিম উদ্দিন, তালোড়া পৌর পূজা উদযাপন পরিষদের সভাপতি সুভাষ প্রসাদ কানু, হাফেজ মাওঃ দেলোয়ার হোসেন প্রমূখ। সমাবেশে হিন্দু ও মুসলিম সম্প্রদায়ের নানা শ্রেনিপেশার লোকজন উপস্থিত ছিলেন।
Posted ৭:১০ অপরাহ্ণ | শনিবার, ৩০ অক্টোবর ২০২১
Alokito Bogura। Online Newspaper | Alokito Bogura