র্যাব-১২ বগুড়ার একটি টিম দুপচাঁচিয়া উপজেলার তালোড়ায় ২০ই ডিসেম্বর সোমবার সন্ধ্যায় একতা মেডিকেল স্টোরে অভিযান চালিয়ে ১’শ পিচ ট্যাপেন্ডাডল ট্যাবলেট সহ জিয়া হাসান রাব্বু নামের এক ওষুধ ব্যবসায়ীকে আটক করেছে।
আটকৃতকৃত রাব্বু তালোড়া পৌর এলাকার তালোড়া মন্ডলপাড়ার মৃত সাইফুদ্দিন আহম্মেদ এর ছেলে। এ ঘটনায় ২১ডিসেম্বর মঙ্গলবার র্যাব-১২ বগুড়ার স্পেশাল কোম্পানী নায়েব সুবেদার আখতারুজ্জামান বাদী হয়ে দুপচাঁচিয়া থানায় একটি মামলা দায়ের করেছেন।
দুপচাঁচিয়া থানার অফিসার ইনচার্জ হাসান আলী ওষুধ ব্যবসায়ী রাব্বুর বিরুদ্ধে র্যাব কর্তৃক মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের বিষটি নিশ্চিত করে বলেন, গ্রেপ্তারকৃত রাব্বুকে আদালতে সোপর্দ করা হয়েছে।
Posted ৬:২৫ অপরাহ্ণ | মঙ্গলবার, ২১ ডিসেম্বর ২০২১
Alokito Bogura। Online Newspaper | MTi SHOPON MAHMUD