দুপচাঁচিয়া উপজেলার তালোড়া পৌর এলাকার দুবড়া উত্তরপাড়া ক্রীড়া সংঘের উদ্যোগে শর্টপিচ ক্রিকেট টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকালে দুবড়া উত্তরপাড়া বেলতলা মাঠে এ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। খেলায় পগুইল ডেঞ্জার্স হিরোস ক্লাবকে হারিয়ে গাড়িবেলঘড়িয়া যুব সংঘ চ্যাম্পিয়ন হয়। খেলায় অ্যাম্পিয়ারের দায়িত্ব পালন করেন রুহুল আমিন।
খেলা শেষে সংঘের সভাপতি এনামুল হক সরদারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সবুজ সরদারের পরিচালনায় পুরস্কার বিতরণী সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসাবে চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলের মাঝে পুরস্কার বিতরণ করেন উপজেলা স্বেচ্ছাসেবকলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মামুনুর রশিদ রাজু।
এ সময় উপস্থিত ছিলেন তালোড়া পৌর কাউন্সিলর তানভির আহম্মেদ ফেরদৌস, আ’লীগ নেতা জাহাঙ্গীর আলম নজু, সাগরপুর বাঁধন ক্লাবের সভাপতি ও শিক্ষক শিহাব শাহরিয়ার সুজন, তালোড়া পৌর যুবলীগের সাধারণ সম্পাদক কামরুল হাসান চৌধুরী রনি, ছাত্রলীগ নেতা উত্তম গুপ্তসহ সংঘের সকল সদস্য ও মহল্লাবাসী। এ দিন সন্ধ্যায় মামুনুর রশিদ রাজু তাঁর ব্যক্তিগত তহবিল হতে তিনটি ক্লাবে ফুটবল বিতরণ করেন।
Posted ৩:৫২ অপরাহ্ণ | শনিবার, ২৩ জানুয়ারি ২০২১
Alokito Bogura | MTI SHOPON MAHMUD