জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২২ এ দুপচাঁচিয়া উপজেলার মাধ্যমিক পর্যায়ে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হয়েছেন তালোড়া আলতাফ আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সামছুল ইসলাম টুটুল।
শিক্ষা মন্ত্রণালয়ের নীতিমালা অনুযায়ী গত ১৯শে বৃহস্পতিবার উপজেলা বাছাই কমিটি শিক্ষা সপ্তাহ উপলক্ষে তাঁকে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক হিসেবে নির্বাচিত করেন।
প্রতিষ্ঠান প্রধান হিসাবে অভিজ্ঞতা, ছাত্রছাত্রী ও সহকর্মীদের উপর প্রভাব এবং অভিভাবক ও কর্তৃপক্ষের সাথে সহযোগিতার প্রবণতা, চারিত্রিক দৃঢ়তা, সততা ও সুনাম, প্রশাসনিক দক্ষতা ও আর্থিক শৃঙ্খলা, মাল্টিমিডিয়া কাসরুম ও প্রশিক্ষণের আয়োজন করা সহ অন্যান্য বিষয়ে বিচার বিশ্লেষণ করে তাঁকে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক হিসেবে নির্বাচিত করা হয়।
এর আগে ২০১৯সালে সামছুল ইসলাম টুটুল উপজেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হয়েছিলেন। এ ছাড়াও ওই বিদ্যালয় হতে তামিরা হাসান নামের ১০ম শ্রেণির এক ছাত্রী উপজেলার শ্রেষ্ঠ শিক্ষার্থী নির্বাচিত হয়েছে।
Posted ৭:৫২ অপরাহ্ণ | রবিবার, ২২ মে ২০২২
Alokito Bogura। Online Newspaper | Alokito Bogura