মহান স্বাধীনতা দিবস- সুবর্ণ জয়ন্তী উপলক্ষে দুপচাঁচিয়া উপজেলার তালোড়ার দেবখন্ড রিয়াজুল ইসলাম উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষে ২৭মার্চ রোববার বিকালে বিদ্যালয় মাঠে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও বাংলাদেশ নৌবাহিনীর অবসর প্রাপ্ত কমান্ডার মোনওয়ারুল করিম তালুকদার এর সভাপতিত্বে এবং সহকারী শিক্ষিকা উম্মে কুলসুম জেসমিন আরা এর পরিচালনায় পুরস্কার বিতরণী সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় বক্তব্য রাখেন ডাঃ শফিউল করিম তালুকদার মিন্টু, তালোড়া পৌর বিএনপির সাবেক সভাপতি আবু হোসেন সরকার আবুল, বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইফুজ্জামান, সহকারী প্রধান শিক্ষক খন্দকার সালাউদ্দিন আহমেদ, চিন্তন সাহিত্য সাংস্কৃতিক পরিষদের সভাপতি নুর মোহাম্মদ।
এসময় দুপচাঁচিয়া থানার অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ, বীরমুক্তিযোদ্ধা আব্দুল মালেক সরদার, প্রাক্তন অধ্যক্ষ আবু বক্কর ছিদ্দিক সহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকগণ উপস্থিত ছিলেন।
সভা শেষে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ ও ২০২১ সালের পাবলিক পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংর্বধনা প্রদান করা হয়। পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।
এ দিন সকাল হতে বিদ্যালয়ের নব নির্মিত একাডেমিক ভবনের তৃতীয় তলার গ্যালারিতে চিন্তন সাহিত্য সাংস্কৃতিক পরিষদের সৌজন্যে মুক্তিযুদ্ধ বিষয়ক প্রামাণ্য চিত্র প্রদর্শিত হয়।
Posted ৯:০৪ অপরাহ্ণ | সোমবার, ২৮ মার্চ ২০২২
Alokito Bogura। Online Newspaper | MTi SHOPON MAHMUD