বর্তমান সরকারের পদত্যাগের দাবীতে বগুড়া হতে রাজশাহী অভিমুখে তারুণ্যের রোডমার্চ সফল করতে আদমদীঘি উপজেলা বিএনপির আয়োজনে এক প্রস্ততিমুলক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকাল ৫টায় আদমদীঘি উপজেলা বিএনপির কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়।
আদমদীঘি উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মহিত তালুকদারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, বগুড়া জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ¦ আলী আজগর তালুকদার হেনা। উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু হাসানের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শহিদুন্নবী সালাম, কেএম খাইরুল বাশার।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় যুবদলের সহ সভাপতি নুরুল ইসলাম নয়ন, বগুড়া জেলা যুবদলের আহবায়ক খাদেমুল ইসলাম, যুগ্ম আহবায়ক জাহাঙ্গীর আলম, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক রকিবুল হাসান শুভ, জেলা ছাত্রদলের সভাপতি সাইদুর রহমান, সম্পাদক নুরে আলম সিদ্দিকি, জেলা প্রবাসি কল্যান সম্পাদক আব্দুল মান্নান, সান্তাহার পৌর বিএনপির সভাপতি তোফাজ্জল হোসেন ভুট্টু, উপজেলা বিএনপির প্রচার সম্পাদক দুলাল হোসেন, উপজেলা মহিলা দলের সভাপতি রিনা বেগম, যুবদলের আহবায়ক মিনহাজুল ইসলাম, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক রুহুল আমিন, শ্রমিক দলের সভাপতি মিজানুর রহমান, তাঁতীদলের সভাপতি আকবর খান, ছাত্রদল সভাপতি শাকিবুল হাসান শাকিব প্রমুখ।
সভায় বর্তমান সরকারের পদত্যাগের একদফা দাবীতে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসাবে আগামী ১৭ সেপ্টেম্বর বিএনপির কেন্দ্রীয় কমিটির মহা সচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে বগুড়া হতে রাজশাহী অভিমুখে তারুণ্যের রোডমার্চ সফল করতে ব্যাপক প্রস্তুতি গ্রহনের সিদ্ধান্ত নেয়া করা হয়।
Posted ৯:০৪ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৩
Alokito Bogura || আলোকিত বগুড়া | Sazu Mia