রবিবার ২৮শে মে, ২০২৩ খ্রিস্টাব্দ | ১৪ই জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ

শিরোনাম
শিরোনাম

তত্ত্বাবধায়ক সরকার ছাড়া বিএনপি নির্বাচনে অংশগ্রহন করবে না- বগুড়ায় বিক্ষোভ সমাবেশে আমানউল্লাহ আমান

এস আই সুমন, স্টাফ রিপোর্টার   রবিবার, ৩১ জুলাই ২০২২
180 বার পঠিত
তত্ত্বাবধায়ক সরকার ছাড়া বিএনপি নির্বাচনে অংশগ্রহন করবে না- বগুড়ায় বিক্ষোভ সমাবেশে আমানউল্লাহ আমান

সারাদেশে অসহনীয় লোডশেডিং ও জ্বালানী খাতে অব্যবস্থাপনার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে বগুড়া জেলা বিএনপি।
আজ রবিবার বিকেলে শহরের নবাববাড়িস্থ দলীয় কার্যালয়ের সামনে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা, ঢাকা মহানগর উত্তর বিএনপির আহবায়ক ও ডাকসুর সাবেক ভিপি আমানউল্লাহ আমান।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, শেখ হাসিনার অধীনে দেশে আর নির্বাচন করতে দেয়া হবে না। নির্দলীয় নিরোপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দিতে হবে। তত্ত্বাবধায়ক সরকার ছাড়া বিএনপির নির্বাচনে অংশ গ্রহন করবে না। গণতন্ত্র পুণরুদ্ধার ও জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য এক দফার আন্দোলনে ডাক আসছে। দেশের জনগণের প্রতি সরকারের কোনা নজর নেই। লাগামহীন নিত্যপ্রযোজনীয় দ্রব্য সামগ্রী মূল্যে বৃদ্ধি করে জনগণের ভোগান্তি সৃষ্ঠি করেছে।


জেলা বিএনপির আহবায়ক রেজাউল করিম বাদশার সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক এ্যাড. একেএম সাইফুল ইসলাম, ফজলুল বারী তালুকদার বেলাল, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক এমপি কাজি রফিকুল ইসলাম, জয়নাল আবেদীন চাঁন, আলী আজগর তালুকদার হেনা, মিসেস লাভলী রহমান, সাধারন সম্পাদক নাজমা আকতার, জেলা বিএনপির আহবায় কমিটির সদস্য এম আর ইসলাম স্বাধীন, আহসানুল হক তৈয়ব জাকির, এ্যাড. হামিদুল হক চৌধুরী হিরু, কেএম খায়রুল বাশার, তৌহিদুল আলম মামুন, শেখ তাহাউদ্দিন নাহিন, শহীদ-উন-নবী সালাম, মাফতুন আহমেদ খান রুবেল, এনামুল কাদির এনাম, আদমদিঘী উপজেলা বিএনপির সভাপতি মহিত তালুকদার, শেরপুর উপজেলা বিএনপির সভাপতি শহীদুল ইসলাম বাবলু, শহর বিএনপির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এ্যাড. সৈয়দ জহুরুল ইসলাম, সোনাতলা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জিয়াউল হক লিপন, শিবগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ডা. আশিক ইকবাল মাহমুদ স্বাধীন, জেলা শ্রমিক দলের সভাপতি আব্দুল ওয়াদুদ, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক নাজমা আক্তার, ড্যাব বগুড়া জেলা কমিটির সাধারণ সম্পাদক ডা, ইউনুছ আলী, জিয়া পরিষদ জেলা কমিটির সাধারণ সম্পাদক অধ্যক্ষ ইউসুফ আলী, আরাফাত রহমান কোকো স্মতি পরিষদের সভাপতি সাজ্জাদুজামান সিরাজ জয়, জেলা মসজীবী দলের আহবায়ক ময়নূল হক বকুল, জেলা যুবদলের আহবায়ক খাদেমুল ইসলাম খাদেম, যুগ্ম আহবায়ক জাহাঙ্গীর আলম, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মাজেদুর রহমান জুয়েল, যুগ্ম আহবায়ক সরকার মুকুল, জেলা ছাত্রদলের সভাপতি আবু হাসান সাধারণ সম্পাদক নূরে আলম সিদ্দীকি রিগ্যান। সমাবেশে বিএনপি,স্বেচ্ছাসেবকদল, যুবদল,ছাত্রদল সহ অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box


Posted ১১:২৫ অপরাহ্ণ | রবিবার, ৩১ জুলাই ২০২২

Alokito Bogura। আলোকিত বগুড়া |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০৩১  

প্রতিষ্ঠাতা ও প্রকাশক:

এম.টি.আই স্বপন মাহমুদ

বার্তা সম্পাদক: এম.এ রাশেদ

অস্থায়ী অফিস:

তালুকদার শপিং সেন্টার (৩য় তলা),

নবাববাড়ি রোড, বগুড়া-৫৮০০।

বার্তাকক্ষ যোগাযোগ:

মুঠোফোন: ০১৭৫০ ৯১১৮৪৫

ইমেইল: alokitobogura@gmail.com

বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশন কর্তৃক নিবন্ধিত।
তথ্য মন্ত্রণালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত।
error: Content is protected !!