বগুড়ার সারিয়াকান্দি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোহাম্মদ রেজাউল করিম ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। তিনি গত ৩ দিন ধরে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে নিজ বাসায় চিকিৎসা নিচ্ছেন।
একটি নির্ভরযোগ্য সূত্রে জানা যায়, সম্প্রতি তিনি কাজের উদ্দেশ্যে ঢাকায় গিয়েছিলেন। সেখান থেকে ফিরে ২৩শে অক্টোবর রোববার বোহাইল ইউনিয়নের ধারাবর্ষার চরের ইউনিয়ন কমপ্লেক্স ভবন নির্মান স্থান ও শংকরপুর চরের জমির সীমানা পরিদর্শনে যান। এ সময় চরে অসুস্থ্যতার একপর্যায়ে অচেতন হয়ে পরেন।
বোহাইল ইউনিয়নের চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ খাঁন আলোকিত বগুড়া’কে বলেন, স্থানীয়ভাবে চিকিৎসা ও মাথায় পানি ঢালার পর তিনি সাময়িক সুস্থ্য হয়ে তারপর বাসায় ফিরেন। চিকিৎসকের পরামর্শ মোতাবেক রক্ত পরীক্ষা করলে ডেঙ্গু জ্বর ধরা পরে।
ধারনা করা হচ্ছে, ঢাকায় অবস্থানকালে কোন এক সময় ডেঙ্গু মশার কামরে তার শরীরে ডেঙ্গুর জীবানু ঢুকে পরে। মঙ্গলবার সন্ধায় তার সাথে মুঠোফোনে কথা হলে তিনি ডেঙ্গু জ্বরের কথা নিশ্চিত করেন এবং আশু রোগ মুক্তির জন্য সকলের দোয়া চেয়েছেন।
Posted ৯:১২ অপরাহ্ণ | মঙ্গলবার, ২৫ অক্টোবর ২০২২
Alokito Bogura। আলোকিত বগুড়া | MTi SHOPON MAHMUD