শনিবার ( ৪ নভেম্বর) ভোরে উপজেলার বঙ্গবন্ধু সেতু পশ্চিম গোলচত্বরে অভিযান চালিয়ে চট্টগ্রাম থেকে কুড়িগ্রামগামী আহাদ এন্টারপ্রাইজের বাস
সিরাজগঞ্জ গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জুলহাজ উদ্দীন এক প্রেসবিজ্ঞপ্তিতে জানান, বঙ্গবন্ধু সেতু পশ্চিম পাড় গোলচত্বরে চেক পোষ্ট বসিয়ে বিভিন্ন পরিবহনে অভিযান চালানো হয়। চট্টগ্রাম থেকে কুড়িগ্রামগামী আহাদ এন্টারপ্রাইজের বাসে তল্লাশী চালিয়ে সোহেল মিয়াকে আটক করা হয়। এসময় তার কাছে থাকা ৪ হাজার পিচ ইয়াবা উদ্ধার করা হয়।
প্রেসবিজ্ঞপ্তিতে আরও জানান, মো. সোহেল মিয়ার বিরুদ্ধে ২টি মাদক মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন আছে। আটককৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা শেষে আদালতে প্রেরণ করা হবে।
Posted ২:৪০ অপরাহ্ণ | রবিবার, ০৫ নভেম্বর ২০২৩
Alokito Bogura || Online Newspaper | Sazu Mia